স্থানীয় খবর
শেরপুর ইউনিভার্সাল টেকনিক্যাল এন্ড বিএম কলেজে মতবিনিময় সভা
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুর ইউনিভার্সাল টেকনিক্যাল এন্ড বিএম কলেজে গত রবিবার দুপুরে এক মতবিনিময় সভা কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যরাখেন বগুড়া ৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাবিবর রহমান। বক্তব্যরাখেন কলেজের অধ্যক্ষ খন্দকার নাজমুল হক,উপজেলা কৃষক লীগের সম্পাদক আশরাফুল আলম আইয়ুব খান, আওয়ামী লীগ নেতা আবু তালেব আকন্দ, কলেজের প্রভাষক শাহাদৎ হোসেন।