স্থানীয় খবর
শেরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা একাই তিনটি পদে সুষ্ঠভাবে দায়িত্ব পালন করছেন
ষ্টাফ রির্পোটারঃ বগুড়ার শেরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আমির হামজা একাই তিনটি প্রশাসনিক পদে সুষ্ঠভাবে দায়িত্ব পালন করলেও সাধারণ খামারীদের সাথে একদম মিশে গিয়ে খামারের উন্নয়নে নিরলসভাবে কাজ করছেন।
জানাযায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আমির হামজা একই সাথে অতিরিক্ত দায়িত্ব হিসেবে মহিপুর ডেইরি খামার সহ মোট ৩টি অফিসের অফিস প্রধান হিসেবে প্রশাসনিক দায়িত্ব পালন করছেন। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আমির হামজা জানান উপজেলার বিভিন্ন সভা, সেমিনার, মিটিং এ অংশ গ্রহনের পর যেটুকু সময় পাই, চেষ্টা করি আমার সবচেয়ে ভালো লাগার কাজ সাধারণ খামারীদের সাথে একদম মিশে গিয়ে কিছুটা পরামর্শ দেওয়া তাদের সাহস জোগানো। ২১ অক্টোবর সোমবার গিয়েছিলাম সদ্য যোগদান করা এলএসপি নুরুল ইসলামকে সাথে নিয়ে গাড়িদহ কলোনি পাড়ায়, সেখানে কয়েকটি টি খামার পরিদর্শন করি।