বগুড়ার কলেজ ছাত্র রায়হান রীলে সাঁতারে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন
বগুড়া প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিা ক্রীড়া সমিতি কর্তৃক আয়োজিত রীলে সাঁতার প্রতিযোগিতায় বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্র রায়হান জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। কৃতি সাঁতারু বগুড়া সেউজগাড়ীর আনোয়ারুল ইসলাম এর বড় ছেলে। প্রশিক মাসুদ রানার তত্বাবধানে এ কৃতি সাঁতারু ধীরে ধীরে জাতীয় পর্যায়ে সুনাম কুড়াতে সম হয়েছে। রায়হান উপজেলা, জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে রীলে সাঁতারে চ্যাম্পিয়ন ও বুক সাঁতারে জাতীয় পর্যায়ে তৃতীয় হয়েছে। কৃতি রীলে সাঁতারু রায়হানকে শিা প্রতিষ্ঠান অধ্য রবার্ট রবিন মারান্ডি মেডেল পরিয়ে দেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিা প্রতিষ্ঠান উপাধ্য আশের মাইকেল বেসরা, মনিটরিং ও ইভেলুয়েশন কর্মকর্তা কাজী নাজনীন জাহান, সহকারি প্রধান শিক পারভীন আক্তার, প্রশাসনিক কর্মকর্তা সফিউল আলম নিটু সহ প্রমূখ।