জেলার খবর
বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
ষ্টাফ রিপোরর্টারঃ “জীবনের আগে জীবিকা নয় সড়ক দুর্ঘটনা আর নয়” এই শ্লোগানকে সামনে রেখে বগুড়া জেলা প্রশাসন ও বিআরটির যৌথ উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক চাই দিবস উপলে র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় বিআরটিএ বগুড়া সার্কেল ও জেলা প্রশাসেেন উদ্যোগে র্যালীটি উদ্বোধন করেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ । বগুড়া জিলা স্কুল মাঠ থেকে র্যালিটি বের হয়, শহরের প্রধান প্রধান সড়ক প্রদণি করে ।
হাইওয়ে পুলিশ ও নিরাপদ সড়ক চাই (নিসচা’) বগুড়া জেলা শাখা সহ নিরাপদ সড়ক চাই সংগঠনের বিভিন্ন ব্যানারে ও বিভিন্ন শিা প্রতিষ্ঠানের শত শত শিার্থী র্যালীতে অংশগ্রহন করেন।