স্থানীয় খবর
শেরপুরে প্রতিপক্ষের মারপিটে এক মহিলা আহত
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুর উপজেলার বেড়েরবাড়ি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারপিটে এক মহিলা গুরুতর আহত হয়েছে।
ভুক্তভোগী নারীর স্বামী আবু তাহের জানান, মঙ্গলবার সকাল ৮ টার দিকে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে একই এলাকার শরীফ, আতাহার, সাদ্দাম সহ কয়েকজন অর্তকিত হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর করে। এতে তার স্ত্রী হাওয়া বেগম বাধা দিলে তাকেও মারপিট করে মাথায় গুরুতর জখম করে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে এবং বর্তমানে ওই মহিলা শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।