জেলার খবর
ধুনটে ৬ জুয়াড়ি আটক
ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট থানার পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলার অপরাধে ৬ জুয়াড়িকে আটক করেছে। বৃহস্পতিবার রাতে গোপালনগর ইউনিয়নের পিপুলবাড়ি গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- সুজাবত আলী শেখের ছেলে শামসুল হক (৫৫), জসিম উদ্দিন শেখের ছেলে ফজলুল হক (৩০), নাজিম উদ্দিন শেখের ছেলে আলামিন (৩০), তোজাম্মেল হকের ছেলে আব্দুস ছালাম (২৫), ইসমাইল হোসেনের ছেলে আব্দুর রশিদ (২১) ও বছির উদ্দিন শেখের ছেলে আব্দুস ছালাম (৪০)। আটককৃত সকলেই পিপুলবাড়িয়া গ্রামের বাসিন্দা।
ধুনট থানার ওসি ইসমাইল হোসেন জানান, গোপন সংবাদে জানা যায় পিপুলবাড়িয়া গ্রামের শামছুল হকের বাড়িতে জুয়া খেলা চলছিল। তখন তাদের একটি টিম সেখানে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ৬ জুয়াড়িকে আটক করেছে। এ সময় সেখান থেকে ৫ হাজার ৯১০ টাকা এবং তাস উদ্ধার করা হয়েছে।