স্থানীয় খবর
শেরপুরে সাজাপ্রাপ্ত আসামী জহুরুল ইসলাম গ্রেফতার
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ন কবীরের নির্দেশে এএসআই মহিদুল ইসলাম অভিযান চালিয়ে এনআই এ্যাক্ট মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামী জহুরুল ইসলামকে গ্রেফতার করেছে।
জানাযায় গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ অক্টোবর (মঙ্গলবার) বেলা সাড়ে ১১ টার দিকে পুলিশ উপজেলার কুসুম্বী ইউনিয়নের উত্তর জামুর এলাকার ফাঁকা মাঠ থেকে তাকে গ্রেফতার করে। উপজেলার কুসুম্বী ইউনিয়নের উত্তর জামুর গ্রামের মৃত এশারত আলীর ছেলে জহুরুল ইসলাম এর বিরুদ্ধে অর্থ ঋণ আদালতে চেক ডিজঅনার মামলায় এক বছরের সাজা ও ৫ লাখ ৭০ হাজার টাকা জরিমানা হয়েছে। সাজা হওয়ার পর থেকে সে পলাতক ছিল। আসামি জহুরুলকে ধরতে গেলে সে দৌঁড়ে পালানোর চেষ্টা করলেও এএসআই মহিদুল ইসলাম দৌঁড়ে গিয়ে তাকে গ্রেফতার করে।