রাজনীতি

রাঘব বোয়ালদের ধরুন, সরকারকে আব্বাস

Spread the love

শেরপুর ডেস্ক: ক্যাসিনোবিরোধী অভিযানকে স্বাগত জানালেও শুধু যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগ নেতা নয়, এর পেছনের রাঘব বোয়ালদের গ্রেপ্তার করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার দুপুরে জাতীয় প্রেসকাব মিলনায়তনে আবরার হত্যার প্রতিবাদ ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনুষ্ঠিত সাবেক ছাত্রদল নেতাদের আয়োজনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আব্বাস বলেন, ‘সরকার যে ক্যাসিনোবিরোধী অভিযান চালাচ্ছে এজন্য স্বাগত জানাই। কিন্তু যারা রাঘব বোয়াল তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। এজন্য দেশের মানুষ সরকারকে ভালো চোখে দেখছে না।’
বিএনপি নেতা বলেন, ‘যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক, ক্যাসিনো সম্রাট ও স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাওছারকে অপসারণ করা হয়েছে। জনগণ এসব টোকাইকে অপসারণ চায় না। মানুষ এই সরকারের অপসারণ চায়।’ আব্বাস বলেন, ‘বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে যারা মারলো তারাও শিতি, কিন্তু তারা কেন মেরেছে, তারা সেটাও বলেছে, বড় ভাইয়া বলেছে, এজন্য তারা ধরে এনেছে, মেরেছে।’
খালেদা জিয়ার অতীতের একটি কথা স্মরণ করিয়ে তিনি বলেন, ‘খালেদা জিয়া একদিন বলেছিলেন, এই সরকার জাতিকে মেধাশূন্য করতে চাচ্ছে, আবরার হত্যার মাধ্যমে সে কথা আজ পুরোপুরি সত্য পরিণত হলো।’
সাবেক এই মন্ত্রী বলেন, ‘আবরারের একমাত্র ছোট ভাইকে সরকার নিরাপত্তা দিতে পারেনি। আবরারের ছোট ভাই নিরাপত্তা শঙ্কায় ঢাকা ছেড়ে গ্রামে চলে গেছে।’ এজন্য মির্জা আব্বাস আবরার হত্যাকারীদের বিচার এবং আবরারের পরিবারকে তিপূরণ দিতে দাবি জানান।
সম্প্রতি ভোলায় পুলিশ-জনতা সংঘর্ষে চারজন নিহতের ঘটনা উল্লেখ করে আব্বাস বলেন, ‘স্বাধীনতা আজ কোথায় গেল? কেউ স্বাধীনভাবে কথা পর্যন্ত বলতে পারছে না, ভোলায় নিরীহ মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হলো। কিন্তু একজন সাংবাদিক এ নিয়ে কথা বলায় তাকে তথ্যপ্রযুক্তি আইনে গ্রেপ্তার করা হলো।’
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবুল খায়ের ভূঁইয়া, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিশেষ সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সমাজসেবা বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close