স্থানীয় খবর

ধুনটে মহিলা আ.লীগের দুই নেত্রী বহিস্কার

Spread the love

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলা মহিলা আওয়ামী লীগের দুই নেত্রীকে সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে সাময়িক বহিস্কার করা হয়েছে। বহিস্কৃতরা হলো- চৌকিবাড়ী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি পাপিয়া খাতুন ও মথুরাপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা বেগম। শুক্রবার ধুনট উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পপি রানী পোদ্দার ও সাধারণ সম্পাদক সুলতানা জাহান স্বারিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পাপিয়া খাতুন ও সেলিনা বেগম কিছুদিন যাবত সংগঠন বিরোধী কর্মকান্ড ও সংগঠনে আত্মকলহ সৃষ্টিতে জড়িত রয়েছে। এ কারণে তাদের দু’জনকে সংগঠন থেকে সাময়িক বহিস্কার করা হলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close