ধুনটে বাঙ্গালী নদী থেকে অবৈধ বালু উত্তোলন
এম.এ রাশেদ ঃ বগুড়ার ধুনটে নিমগাছী ইউনিয়নের জয়শিং এলাকায় বাঙ্গালী নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করছে ইউসুফ আলী নামের এক বালু ব্যবসায়ী। সে গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কালাইহাটা গ্রামের আব্দুর রশীদের ছেলে।
সরেজমিনে দেখা যায়, নিমগাছী ইউনিয়নের জয়শিং এলাকায় বাঙ্গালী নদী থেকে অবৈধ ভাবে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছে। ফলে নদীর ২ পাশের তীরে ভাঙ্গন দেখা দিয়েছে। ফসলি জমি নদীর গর্ভের বিলিন হয়ে যাচ্ছে। এলাকাবাসী বালু উত্তোলন বন্ধ করতে প্রসাশনের কাছে হস্তপে কামনা করছে।
জয়শিং গ্রামের মিন্টু মিয়া জানান, আমি প্রায় ১ বিঘা জমিতে চাষাবাদ করেছি। কিন্তু বাঙ্গালী নদী থেকে বালু উত্তোলনের ফলে আমার প্রায় ১৫ শতাংশ জমি নদী গর্ভে বিলিন হয়ে গেছে। যে ভাবে নদী ভাঙ্গছে তাতে মনে হয় এই টুকুও থাকবে না। ওই গ্রামের দুলাল মিয়া জানান, নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করার ফলে অনেক জমি নদী গর্ভে বিলিন হচ্ছে। নদীর তীরবর্তি শতাধিক বিঘা জমি ভাঙ্গনের মুখে। বালু উত্তোলন বন্ধ না করলে আমরা আমাদের ফসলি জমি হারাবো। তাই অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করার জন্য প্রশাসনের হস্তপে কামনা করেন। উপজেলা নির্বাহি অফিসার রাজিয়া সুলতানা জানান, জয়শিং এলাকায় বাঙ্গালী নদী থেকে অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিষয়টি আমার জানা নেই। সরেজমিনে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।