স্থানীয় খবর
বর্তমান সরকার খেলাধুলার প্রসারে বিশেষ নজর দিয়েছে- মজনু
বর্তমান সরকার খেলাধুলার প্রসারে বিশেষ নজর দিয়েছে- মজনু
ষ্টাফ রিপোর্টারঃ বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও শেরপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু বলেছেন, বর্তমান সরকার খেলাধুলার প্রসারে বিশেষ নজর দিয়েছে। গত শনিবার সকাল ১০টায় শেরপুর ডিজে হাইস্কুল খেলার মাঠে জাতীয় স্কুল কলেজ মাদ্রাসার গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ্ব আব্দুস সাত্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহজামাল সিরাজী,সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, আ.লীগ নেতা সুলতান মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ নাজমুল হক প্রমুখ।