দুদক গণপূর্তের সাবেক দুই প্রধান প্রকৌশলীর ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে
শেরপুর ডেস্ক: ক্যাসিনো বিরোধী অভিযানে সম্প্রতি আলোচনায় আসা গণপূর্ত অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম ও সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আব্দুল হাই এর ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে তাদের স্ত্রী, পিতা-মাতা ও সন্তানদের ব্যাংক হিসাবের তথ্যও চাওয়া হয়েছে।
দুদকের এন্টি মানি লন্ডারিং বিভাগ থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়ে আগামী ২৭ অক্টোবরের মধ্যে তথ্য প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে। চিঠিতে আলোচ্য ব্যক্তিদের হিসাব খোলার শুরু থেকে হালনাগাদ তথ্য প্রেরণের জন্য বলা হয়।
প্রসঙ্গত, এর আগে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) থেকেও আলোচ্য এ দুই সাবেক কর্মকর্তার ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়। তবে সম্প্রতি এ দুই কর্মকর্তার বিষয়ে তদন্ত শুরু করেছে দুদক। এরই অংশ হিসেবে ব্যাংকের কাছে হিসাব সংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে।