ধুনটে দুই পুলিশ পরির্দশকের বিদায় ও বরণ অনুষ্ঠিত
এম.এ. রাশেদ ঃ বগুড়ার ধুনট থানার বিদায়ী পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুকুল ইসলাম ও নবাগত পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। রবিবার রাতে তাদের কে এ শুভেচ্ছা জানানো হয়।
জানা গেছে, বিদায়ী পুলিশ পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা ফারুকুল ইসলাম ২০১৬ সালে ধুনট থানায় যোগদান করে। দীর্ঘদিন স্বীয় কর্মদক্ষতায় ধুনট থানায় কর্তব্যরত ছিলেন তিনি। বর্তমানে তিনি ধুনট থানা থেকে বদলি হয়ে এপিবিএন ঢাকা হেডকোয়ারে যোগদান করেন।
অপরদিকে মিজানুর রহমান ১৬ অক্টোবর বুধবার ধুনট থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা হিসেবে যোগদান করে। এর আগে তিনি বগুড়ায় কর্তব্যরত ছিলেন। বিদায়ী ও নবাগত দুই কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান অনুষ্ঠানে ধুনট থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন , ধুনট উপজেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি গোলাম সোবহান, সাধারন সম্পাদক রেজাউল করিম রেজা, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম চাঁন, সাংবাদিক মাসুদ রানা, ধুনট থানার এসআই আল এমরান, নুরুজ্জামান সরদার, মন্তেজ আলী, প্রদীপ কুমার বর্মন, পিএসআই খোকন চন্দ্র ভৌমিক, শামীম হোসেন, এএসআই শাহজাহান, আঃ জব্বার, আঃ সালাম, রায়হান, আতিকুর রহমান, মনোয়ারা খাতুন প্রমূখ উপস্থিত ছিলেন।