জেলার খবর
বগুড়ায় ছুরিকাঘাতে যুবক খুন
বগুড়ায় ছুরিকাঘাতে উজ্জল (২৫) নামের এক যুবক খুন হয়েছেন। সোমবার রাতে শহরতলীর পালশা তালপুকুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত উজ্জল নিশিন্দারা ধমকপাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে।
জানা গেছে, সোমবার রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন উজ্জলকে বাড়ি থেকে ডেকে বের করেন। এরপর তারা ২০০ গজ দূরে তালপুকুর নামক স্থানে যায়। সেখানে উজ্জলকে উপুর্যপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যান তারা। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১২টায় তিনি মারা যান।
বগুড়ার উপশহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আব্দুল গফুর জানান, প্রাথমিকভাবে মাদক সেবন নিয়ে বিরোধে উজ্জলকে খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর পুলিশ এলাকায় অভিযান শুরু করেছে।