দেশের খবর
তাড়াশে অস্ত্র-গুলিসহ ইউপি সদস্য আটক
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে একটি পাইপগান, দুই রাউন্ড লেডবল কার্তুজ ও দেশীয় অস্ত্র সহ আবু তাহের সরকার নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। তিনি উপজেলার তালম ইউনিয়নের তালম মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার বেলা ১১ টায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২, সিরাজগঞ্জ এর স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার খলিলুর রহমান।
তিনি জানান, বুধবার বিকালে গোপন সংবাদে তাড়াশ উপজেলার তালম মধ্যপাড়ার আবু তাহের সরকারের বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি পাইপগান, দুই রাউন্ড লেডবল কার্তুজ, একটি দেশীয় তৈরি লোহার ছোরা সহ আবু তাহের সরকারকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এছাড়াও ১টি মোবাইলসেট ও ০১টি সিমকার্ড উদ্ধার করা হয়। পরে তার আসামির বিরুদ্ধে তাড়াশ থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।