বিতর্কিতদের তালিকা করেছে আওয়ামী লীগ
শেরপুর ডেস্ক: সারাদেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ের কমিটিতে যাতে বিতর্কিতরা স্থান করে নিতে না পারে, সেজন্য এসব ব্যক্তিদের একটি তালিকা করেছে আওয়ামী লীগ। তালিকায় থাকা ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকতে দলটির বিভিন্ন শাখা ও সহযোগী সংগঠনের দায়িত্বশীলদের নির্দেশনা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দলের জাতীয় সম্মেলনের পাশাপাশি সহযোগী বিভিন্ন সংগঠনের কেন্দ্রীয় সম্মেলনের আগে বৃহস্পতিবার ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদকমন্ডলী সভা শেষে একথা জানান তিনি। ক্যাসিনো বন্ধের অভিযানে যুবলীগের নানা নেতার জড়িত থাকার তথ্য প্রকাশের পর দলে অনুপ্রবেশকারী ও বিতর্কিতদের বিতাড়িত করার দাবি মতাসীন দলটিতে জোরেশোরে উঠেছে।
তিনি বলেন, “বিতর্কিত কোনো ব্যক্তি আওয়ামী লীগের কাউন্সিলে আসতে পারবে না। সহযোগী সংগঠনেও যেন কোনো বিতর্কিত ও অনুপ্রবেশকারী প্রবেশ করতে না পারে, যেজন্য যথেষ্ট সতর্ক আছি।” চিহ্নিত করার বিষয়ে তিনি বলেন, “নেত্রী তার নিজস্ব কিছু লোকজনকে দিয়ে এবং গোয়েন্দা সংস্থার রিপোর্ট-সব মিলিয়ে অনুপ্রবেশকারীদের একটি তালিকা অলরেডি করেছেন এবং সেটি পার্টি অফিসে পাঠিয়ে দিয়েছেন।আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সম্মেলনে গঠনতন্ত্রেন বিধান মেনে চলার নির্দেশ দেন ওবায়দুল কাদের।