খন্দকারটোলায় কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা প্রদান
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুর উপজেলার খন্দকারটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেয়া হয়েছে। এ উপলে বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় প্রাঙনে অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। বিদ্যালয়ের সভাপতি ওসমান গনির সভাপতিত্বে এতে প্রধান হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ। প্রধান শিক আব্দুল মতিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুস সাত্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহজামাল সিরাজী, উপজেলা প্রাথমিক শিা কর্মকর্তা মোছা. মিনা পারভীন, সহকারি শিা কর্মকর্তা ওবায়দুর রহমান, মোছা. নার্গিস আক্তার, মোর্শেদা আখতার মিম, উম্মে মালিহা মমতাজ, স্থানীয় ওয়ার্ডের সদস্য মাহমুদুল হাসান লিটন প্রমুখ। পরে বিদ্যালয়ের কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে ক্রেস্ট-সনদপত্র সহ বিভিন্ন উপহার সামগ্রী তুলে দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।