শেরপুরে গাড়ি চাপা দিয়ে কলেজ ছাত্রকে হত্যার চেষ্টা
ষ্টাফ রির্পোটারঃ বগুড়ার শেরপুরে পুর্ব শত্র“র জেরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিএসসি শেষ বর্ষের মেধাবি ছাত্র আবু রায়হান ডনেল (২২) কে হত্যার উদ্দেশ্যে কার চাপা দিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার সন্ধায় ৬টার দিকে শেরপুর বাসষ্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, শেরপুর পৌরসভা বারদুয়ারী পাড়া এলাকার আবু জিন্নাহ ছেলে আবু রায়হান ডনেল পারিবারিক কাজে বাসষ্ট্যান্ডে একটি হোটেলের সামনে গেলে শাহ বন্দেগী ইউনিয়নের বাঘমাড়া গ্রামের হামিদুল হক ভান্ডারীর ছেলে হাসিবুর রহমান ও শেরুয়া গ্রামের মোজাফফরের ছেলে সোহাগ হোসেন কার নিয়ে সামনে এসে থামিয়ে কোন কিছু বুঝে উঠার আগেই আবু রায়হান ডনেলকে চর থাপ্পর মারতে থাকে। স্থানীয় লোকজন বিষয়টি মিমাংসা করে আবু রায়হান ডনেলকে বাসায় যেতে বলে। ডনেল রাস্তা পার হয়ে হেটে বাসষ্ট্যান্ড সাউদিয়া হোটেলের সামনে আসলে হাসিবুর রহমান কার গাড়িটি চালিয়ে আবু রায়হান ডনেলকে হত্যার উদ্যেশে গায়ের উপর গাড়ি তুলে দিলে বাম পা ভেঙ্গে গিয়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে পরবর্তীতে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে শেরপুর থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর জানান, আমি কোন অভিযোগ পাইনি, পেলে তদন্ত সাপেে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।