শেরপুরে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুরে ৪৮ তম জাতীয় সমবায় দিবস ২০১৯ উপল্েয ২রা নভেম্বর বেলা ১১ টায় এক বর্ণাঢ্য সমবায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ”বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমবায় বিভাগ এর আয়োজনে র্যালিটি শহর প্রদণি করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী শেখের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্যরাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহজামাল সিরাজী, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক ও দৈনিক সংবাদের প্রতিনিধি আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু,পৌর কাউন্সিলর রেজাউল করিম সিপ্লব । বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল জলিল, টিসিসিএর ভাইস চেয়ারম্যান খলিলুর রহমান, সমবায়ী জিয়াউল হক, জীবননাহার জেমি, আবু সাইদ, রইচ উদ্দিন প্রমুখ ।