দেশের খবর
সিরাজগঞ্জে ইউপি সদস্যকে গুলি করে হত্যা
শেরপুর ডেস্ক: সিরাজগঞ্জে দুর্বৃত্তের গুলিতে ইউনিয়ন পরিষদ সদস্য বকুল হায়দার নিহত হয়েছেন। শনিবার রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
জানাযায় সিরাজগঞ্জ সদর উপজেলার নিজ গ্রাম দত্তবাড়ী থেকে মোটরসাইকেলের পেছনে বসে তিপুলবাড়িয়ায় একটি দরবারে যাচ্ছিলেন পরপর পাঁচবার নির্বাচিত ইউপি সদস্য বকুল হায়দার। মোটরসাইকেল চালাচ্ছিলেন তার এক সহযোগী। পথে মোন্তাজের বাড়ি এলাকায় পেছন থেকে মাথায় একটি গুলি করা হলে বকুল লুটিয়ে পড়েন। অন্ধকার থাকায় দুর্বৃত্তকে চিহ্নিত করতে পারেনি কেউ। সঙ্গে সঙ্গে তাকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়। বকুল হায়দার সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি দত্তবাড়ী গ্রামের হজরত মুন্সির ছেলে।