দেশের খবর

সিলেটের মেয়র আরিফ সহ ৩ নেতার পদত্যাগপত্র ফখরুলের কাছে

Spread the love

শেরপুর ডেস্ক: সিলেট বিএনপিতে চরম অস্থিরতা বিরাজ করছে। জেলা ও মহানগর যুবদলের কমিটি ঘোষণার পর বিএনপিতে তোলপাড় শুরু হয়েছে। দলে বিদ্রোহ দেখা দিয়েছে। সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না করে লন্ডন থেকে জেলা ও মহানগর যুবদলের কমিটি দেয়াকে কেন্দ্র করে সিলেট বিএনপিতে বিরোধ তুঙ্গে।
রোববার সকালে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় ুদ্রঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আবদুর রাজ্জাক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় পদত্যাগপত্র নিয়ে যান। এসময় মির্জা ফখরুল তাদের দাবির বিষয়টি মাথায় রেখে তা সমাধানের আশ্বাস দেন।
এ বিষয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী বলেন, ‘দলের মহাসচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি মেয়র আরিফ সহ আমরা তিনজন। তবে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদের অভিযোগ গুরুত ¡সহকারে দেখা হবে বলে মহাসচিব আশ্বস্ত করেছেন।’ তিনি আরও বলেন, ‘আমরা আমাদের কাজ চালিয়ে যাবো। কারও জন্য অপো করবো না। দলের পদ ছাড়ার জন্য অনেকেই প্রস্তুত রয়েছেন।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close