ধুনটে জেল হত্যা দিবসে আলোচনা সভায় মজনু বঙ্গবন্ধুর অবর্তমানে জাতীয় চার নেতা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে
স্টাফ রিপোর্টার: বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জেল হত্যা দিবস উপল্েয এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মজিবর রহমান মজনু। তিনি বলেন জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবর্তমানে জাতীয় চার নেতা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি।
ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন।
অনুষ্ঠানে শেরপুর উপজেলা আওয়ামী লীগ নেতা মুনসী সাইফুল বারী ডাবলু,সুলতান মাহমুদ, ধুনট উপজেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করিম রেজা,মহসিন আলম,কুদরতে খোদা জুয়েল,শরিফুল ইসলাম সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে নেতৃবৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।