শেরপুরে উলিপুর মাদ্রাসায় বৃক্ষ রোপন ও সততাস্টোর উদ্বোধন
ষ্টাফ রির্পোটার: শিার্থীদের মধ্যে সততার আলো ছড়িয়ে দিতে বগুড়া শেরপুর উপজেলার উলিপুর আমেরিয়া সমতুল্যা মহিলা ফাজিল মাদ্রাসায় সততা ষ্টোর উদ্বোধন করা হয়েছে। শনিবার ৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ টায় উলিপুর আমেরিয়া সমতুল্যা মহিলা ফাজিল মাদ্রাসায় নিজস্ব অর্থায়নে মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাইয়ের সভাপতিত্বে সততা ষ্টোর উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিাক্ষা অফিসার শেখ নজমুল ইসলাম, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু। প্রধান অতিথি বলেন, সৎ, নিষ্ঠাবান, ন্যায়পরায়ণ ও সমাজসচেতন ব্যক্তিজীবন গঠন করতে সততার ভিত্তিতে নিজেকে গড়ে তুলতে হবে। সততাই সভ্য সমাজ সৃষ্টির মূল হাতিয়ার। এ সময় মাদ্রাসা প্রাঙ্গনে বৃক্ষরোপনও করা হয়েছে। অনুষ্টানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।