শেরপুরে সাংবাদিকের চাচা মুনসী আব্দুল মান্নান সিদ্দিকীর দাফন সম্পন্ন
ষ্টাফ রির্পোটার: সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু’র একমাত্র চাচা অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ সরকারী কর্মকর্তা আলহাজ্ব মুনসী আব্দুল মান্নান সিদ্দিকীর নামাজে জানাযা শেষে সোমবার বাদজোহর তাকে গ্রামের বাড়ী শেরপুর উপজেলার ভাটরা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
ভাটরায় আমতলা জামে মসজিদ ও মাদ্রাসার মাঠে তার নামাজে জানাযার পুর্বে সংপ্তি বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মুনসী আব্দুল খালেক মেজবাহ, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহজামাল সিরাজী, বগুড়া শজিমেক হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা.জাকির হোসেন,মরহুমের জামাতা ব্যারিষ্টার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুলতান মাহমুদ,সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর বদরুল ইসলাম পোদ্দার ববি,খানপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম রানজু, সাবেক ব্যাংকার আব্দুল বারী খান, সাবেক উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আসাদুজ্জামান খান ও মরহুমের বড় ছেলে মুনসী জিয়ন কুদ্দুস।
এরপর মরহুমের নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে বাবা মায়ের কবরের পাশে দাফন করা হয়। এর আগে বেলা ১১ টায় তার লাশ ঢাকা থেকে শেরপুরের ভাটরায় গ্রামের বাড়িতে পৌঁছে। গত শনিবার বিকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।