শেরপুরে ফোর লেনের ভূমি অধিগ্রহনে ন্যায্য ক্ষতিপুরণের দাবীতে সংবাদ সম্মেলন
ষ্টাফ রির্পোটার: ঢাকা-রংপুর মহাসড়ক ফোর লেনে উন্নীতকরণ প্রকল্পে মহাসড়ক সংলগ্ন ভূমি অধিগ্রহণে ন্যায্য ক্ষতিপুরণের দাবীতে সোমবার বেলা ১১ টায় বগুড়ার শেরপুরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শেরপুরে ফোরলেনে তিগ্রস্থ জমির মালিক স্বার্থ সংরক্ষণ কমিটির পক্ষ থেকে শেরপুর বাসষ্ট্যান্ড ব্যবসায়ী সমিতির হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির আহবায়ক ও খ্যাতিমান সাংবাদিক আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, সরকারী সিদ্ধান্ত মোতাবেক ঢাকা-রংপুর মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্প (সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২) এর আওতায় শেরপুরে ভুমি অধিগ্রহণ করা হচ্ছে। কিন্তু বিশ্বন্ত সুত্রে আমরা জানতে পেরেছি যে বিগত ১৯৬২ সালের এমআরআর রেকর্ড মুলে জমির শ্রেনীকরনের ভিত্তিতে জমির মুল্য পরিশোধ করা হবে। এটা করা হলে জমির মালিকগণ তিগ্রস্থ হবেন।
সংবাদ সম্মেলনে ২০১৭ সালের ভুমি অধিগ্রহণ আইন ও বিধি মোতাবেক জমির বাস্তব শ্রেনীর উপর ভিত্তি করে ভূমির মালিকদের তিপুরণ দেবার দাবী জানানো হয়। এসময় কমিটির যুগ্ম আহবায়ক আলহাজ্ব আব্দুল কাদের, শহিদুল ইসলাম শহিদ, সদস্য সচিব আলহাজ্ব মাহবুবুল আলম হিরু, সদস্য আলহাজ্ব জালাল উদ্দিন,অরুপ কুমার কুন্ডু, আলহাজ্ব সেলিম রেজা, কামরুজ্জামান রাফু, আলহাজ্ব আব্দুল মোমিন,মনিরুজ্জামান রিমন প্রমুখ উপস্থিত ছিলেন।