স্থানীয় খবর
বগুড়ায় ডে-নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
বগুড়া প্রতিনিধি:বগুড়ায় ডে-নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে বগুড়া আলতাফুন্নেছা খেলার মাঠে সূত্রাপুর স্টার স্পুটিং কাবের আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। টুর্নামেন্টটির আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব শেখ। এসময় উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক ও সূত্রাপুর স্টার স্পুটিং কাবের উপদেষ্টা সাবাহ, ক্রীড়া সংগঠক ও সংগঠনের সভাপতি জনি, রাইত ও সন্ধান প্রমূখ। উদ্বোধনী খেলায় অংশগ্রহন করে হাসান স্পুটিং কাব বনাম লাম পাওয়ার কাব। খেলায় হাসান স্পুটিং কাব লাম পাওয়ার কাবকে পরাজিত করে বিজয়ী হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হয় আকাশ।