বগুড়ায় আ’লীগে অনুপ্রবেশকারীদের সতর্কতামূলক চিঠি
শেরপুর ডেস্ক: কেন্দ্রীয় আওয়ামী লীগ থেকে অনুপ্রবেশকারীদের তালিকা জেলায় জেলায় পাঠানো হলেও রোববার বিকাল পর্যন্ত বগুড়ায় পৌঁছেনি। তবে তাদের ব্যাপারে সতর্কতামূলক চিঠি এসেছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু এর সত্যতা নিশ্চিত করেছেন।
বগুড়ায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনে বিপুল সংখ্যক অনুপ্রবেশকারী থাকার পরও তাদের তালিকা না আসায় ত্যাগী নেতাকর্মীদের মাঝে ােভ ও হতাশা দেখা দিয়েছে।
জেলা আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মাশরাফি হিরো জানান, রোববার বিকাল পর্যন্ত অনুপ্রবেশকারীদের কোনো তালিকা তাদের কাছে আসেনি। তবে ওদের ব্যাপারে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বারিত সতর্কতামূলক চিঠি এসেছে।
ওই চিঠিতে আগামী সম্মেলনগুলোতে অনুপ্রবেশকারীদের বাদ দিয়ে কমিটি গঠন ও পদায়ন করতে নির্দেশ দেয়া হয়েছে।
সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু কেন্দ্রের চিঠির সত্যতা নিশ্চিত করে জানান, চিঠিতে আগামী সম্মেলনগুলোতে অনুপ্রবেশকারী ও বিতর্কিতদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। কেন্দ্রের ওই নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় পদপে নেয়া হবে।