ছাত্রদল সভাপতি-সম্পাদকের হাইকোর্টে জামিন
শেরপুর ডেস্ক: পুলিশের ওপর হামলার অভিযোগে পল্টন থানায় দায়ের করা মামলায় জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি, সাধারণ সম্পাদক সহ তিনজনকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
জামিন পাওয়া বিএনপি নেতারা হলেন, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান।
আদালতে আবেদনের পে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল। সঙ্গে ছিলেন মো. জহির উদ্দিন সুমন, রোকনুজ্জামান সুজা ও গোলাম আকতার জাকির। রাষ্ট্রপে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান।
আইনজীবীরা জানান, বুয়েট ছাত্র আবরার হত্যার প্রতিবাদে গত ১২ অক্টোবর দলীয় সমাবেশের আগে পুলিশের ওপর হামলার অভিযোগে ছাত্রদলের নেতাকর্মীর বিরুদ্ধে পল্টন থানায় এ মামলা করে পুলিশ।