বগুড়ায় ডিবি’র অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল, গাঁজা উদ্ধার, আটক-৩
বগুড়া প্রতিনিধি : বগুড়া ডিবি পুলিশের বিশেষ অভিযানে পাথর বোঝাই ট্রাক থেকে বিপুল পরিমান গাঁজা ও ফেনসিডিলের চালান আটক করা হয়েছে । এসময় ট্রাক সহ আটক করা হয়েছে ৩ জন। ঘটনাটি ঘটেছে সোমবার ভোর রাতে শহরের সাবগ্রাম এলাকার ২ বাইপাস সড়কে। আটকৃতরা হলো, ট্রাক চালক লালমনিহাটের পাটগ্রাম উপজেলার নবীনগর কাঠালতলা এলাকার শহীদুল ইসলামের ছেলে তাহেরুল ইসলাম শহীদ (২২) হেলপার এলাকার আছিমুদ্দিনের ছেলে সুরুজ্জামান (২৩)এবং মাদক চোরাকারবারী লালমনিরহাটের হাতীবান্দা উপজেলার সিংড়িমারী গ্রামের নজরুল ইসলাম (৪৫)।
জেলা পুলিশের একটি দায়িত্বশীল বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার ভোর রাত আনুমানিক সাড়ে ৪ টার দিকে গোপন এক সংবাদের ভিত্তিতে বগুড়া ডিবি ইন্সপেক্টর আসলাম আলীর নের্তৃত্বে জেলা ডিবি ইউনিটের একটি চৌকস টিম শহরের সাবগ্রাম এলাকার বগুড়া ২য় বাইপাস সড়কে অভিযান চালায় । এসময় উত্তর থেকে ঢাকাগামী পাথর ভর্তি ট্রাক নং -(ঢাকা মেট্রো-ট-২২-৯০৪০) এর পেছনে অভিনব কায়দায় লুকিয়ে রাখা স্থানে সর্বমোট ৫১ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল এবং ১ কেজি গাঁজা উদ্ধার করা হয় । এসময় জব্দ করা হয় ট্রাকটি।