শাজাহানপুরে ছাত্রলীগ নেতার উপর হামলা ও মোটর সাইকেল ভাংচুর
শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: রাজনৈতিক প্রতিহিংসা বশত: বগুড়ার শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন (২৬) এর উপর হামলা এবং তার ব্যবহৃত মোটর সাইকেল ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ ব্যক্তির বিরুদ্ধে শাজাহানপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত শনিবার রাত ৯ টার দিকে উপজেলার রাঙ্গামাটি বাজারে ব্যবসায়িক কাজ শেষে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন শাহাদৎ হোসেন। পথিমধ্যে রাঙ্গামাটি বাজারের পশ্চিম পাশে লাঠি, বাটাম, ধারালো অস্ত্র নিয়ে পূর্ব পরিকল্পিত ভাবে ওঁৎ পেতে থাকা রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন শাহাদতের পথ রোধ করে। এ সময় তারা তাকে মারপিট করে, তার ব্যবহৃত মোটর সাইকেল ভাংচুর করে এবং পকেটে থাকা ৪০ হাজার টাকা কেড়ে নেয়। এ ঘটনায় শনিবার রাতেই শাহাদৎ হোসেন বাদি হয়ে শাজাহানপুর থানায় ওমর সানি, আনিছুর রহমান, লতিফ ও রাসেল নামের ৪ ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন।