শেরপুরে আইনশৃংখলা কমিটির সভায় ইউএনও’র গাড়ী ভাংচুরের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ
ষ্টাফ রির্পোটারঃ বগুড়ার শেরপুর উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা ১২ অক্টোবর বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী সেখ এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্যদেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ¦ শাহ জামাল সিরাজী,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক তদন্ত) আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, উপজেলা শিক্ষা অফিসার ামনা খাতুন,ইউপি চেযারম্যান গৌরদাস রায় চৌধুরী, শফিকুল ইসলাম রাঞ্জু, আবুল কালাম আজাদ, দবির উদ্দিন, সাপ্তাহিক তথ্যমালার সম্পাদক সুজিত কুমার বসাক প্রমুখ। সভায় শেরপুর উপজেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। সভায় আসন্ন দুর্গাপুজা শান্তিপুর্ণভাবে পালনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান হয়। সভায় সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু গত ৩ অক্টোবর উপজেলার নলডিঙ্গিতে উপজেলা নির্বাহী অফিসারের সরকারী গাড়ীতে হামলা ও ভাংচুরের তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করে এই হামলার সাথে যারা জড়িত তাদেরকে দৃষ্টান্ত মুলক শাস্তি প্রদানের দাবী জানান সেই সাথে কোন নিরপরাধ মানুষ যাতে কোন প্রকার হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্যও প্রশাসনের প্রতি আহবান জানান।