জেলার খবর
নন্দীগ্রাম উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ই অক্টোবর সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রশিদ, ইউপি চেয়ারম্যান নুরমোহাম্মদ, আব্দুল বারী বারেক, মোরশেদুল বারী, আব্দুল মতিন, আবুল কালাম আজাদ, মেডিকেল অফিসার ইকবাল মাহমুদ লিটন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মোমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াসমিন, ওসিসির প্রোগ্রাম অফিসার রুহুল আমিন, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা ও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলুর রহমান প্রমুখ। এ সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।