বগুড়ায় দিনদুপুরে দুর্বৃত্বের ছুরিকাঘাতে যুবক খুন
শেরপুর ডেস্ক: বগুড়া শহরের রহমাননগর এলাকায় দুর্বৃত্বদের ছুরিকাঘাতে এক যুবকের খুন হয়েছেন। ওই যুবকের নাম রশিদুল ইসলাম (৩৫)। এ ঘটনায় তার ভগ্নিপতি বছিরও আহত হন। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ২ টার দিকে এ ঘটনা ঘটে।
রশিদুল ইসলাম রহমাননগরের জব্বার ক্লাব মোড়ে মুদির দোকানের ব্যবসা করতেন। রহমাননগরে তিনি ও তার এক বোন ভাড়া থাকতেন। তাদের গ্রামের বাড়ি সারিয়াকান্দি উপজেলার ঘুঘুমারি এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, রশিদুলের ভাগনা শান্তকে (১০) দুইজন কিশোর মারধর করছিল। সে সময় রশিদুল মসজিদ থেকে নামায পড়ে বাসায় ফিরছিলেন। ভাগ্নেকে মারধর করতে দেখে তাকে বাচাঁতে যান তিনি। শান্তর বাবা বছিরও তার ছেলেকে বাচাঁনোর জন্য এগিয়ে আসেন। হামলাকারি ওই কিশোরদের থামিয়ে তাদের সাথে কথা বলা শুরু করেন রশিদুল। এমন সময় ওই কিশোরেরা রশিদুল ও বছিরকে ছুরিকাঘাত করে।
পরে স্থানীয়রা আহতাবস্থায় দুজনকে শজিমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে রশিদুল মারা যান। আর বছিরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দেয়া হয়।
পরে ঘটনাস্থলে উপস্থিত হন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী। তিনি জানান, কিশোরদের মাঝে তুচ্ছ বিষয় নিয়ে গণ্ডগোলে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। হামলায় দুই জন কিশোর ছিল। পুলিশ তাদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।
স্থানীয়রা আরও জানান, রশিদুল ইসলামকে শান্ত ও ভদ্র স্বভাবের বলে এলাকার সবাই চিনতেন। এ ছাড়া তিনি বিভিন্ন সময়ে মানুষের প্রয়োজনে রক্ত দান করতেন।