জেলার খবর
শিবগঞ্জে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
শেরপুর ডেস্ক: বগুড়ার শিবগঞ্জে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আজমল হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১২টার দিকে উপজেলার কিচক ইউনিয়নের মল্লিপাড়া গ্রামের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। আজমল হোসেন উপজেলার কিচক ইউনিয়নের মল্লিকপুর ঠাকুরপাড়া গ্রামের আকবর আলীর ছেলে।
শিবগঞ্জ থানার ওসি এসএম বদিউজ্জামান জানান, ২০০৬ সালে আজমল হোসেন একই গ্রামের এক মেয়েকে ধর্ষণ করেন। এ ব্যাপারে আদালতে মামলা দায়ের হয়। বিজ্ঞ আদালত নারী শিশু নির্যাতন দমন আইনে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আজমল হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেন। আজমল হোসেন দীর্ঘ ১৪ বছর পলাতক ছিল। সম্প্রতি এলাকায় এসে বসবাস শুরু করেন। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।