শেরপুরে শিশু ও নারী উন্নয়নে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুরে জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) প্রকল্পের আওতায় দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৩ অক্টোবর মঙ্গলবার সকাল ১০ টায় শেরপুর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী সেখের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যরাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও শেরপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মজিবর রহমান মজনু।
জেলা সিনিয়র তথ্য অফিসার মোঃ মজিবর রহমানের সঞ্চালনায় কর্মশালায় কর্মশালায় বক্তব্য রাখেন, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ মোঃ আব্দুস সাত্তার, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ মোঃ শাহজামাল সিরাজী, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ মুনসী মোঃ সাইফুল বারী ডাবলু, শেরপুর সরকারী কলেজের অধ্যক্ষ আল মাহমুদ কমল, মির্জাপুর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মোহাম্মদ আলী মুন্টু, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (চ:দা:) ডা.আব্দুল কাদের , উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুবির কুমার পাল, জেলা তথ্য অফিসার সাবিহা আক্তার লাকী,উপজেলা জামে মসজিদেও পেশ ইমাম মাও: আইয়ুব আলী, মহিলা ইউপি সদস্য জেসমিন আক্তার, ঘোষক জুলফিকার মো: আব্দুর রউফ প্রমূখ। কর্মশালায় বিভিন্ন শ্রেনী পেশার ৪০ জন অংশগ্রহন করেন।