স্থানীয় খবর
শেরপুরে টিএমএসএস’র উদ্যোগে হিজরাদের দারিদ্র বিমোচন কর্মসূচির উদ্বোধন
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুরে টিএমএসএস’র উদ্যোগে হিজড়া জনগোষ্টির অন্তর্ভুক্তিমুলক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে দারিদ্র বিমোচন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ১২ অক্টোবর বিকালে কর্মসূচির উদ্বোধন করেন যুদ্ধ কালীন সেকশন কমান্ডার বীর মুক্তিযোদ্দা আবু শহীদ বিল্লাহ ( বকুল)।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া দক্ষিন জোনের অঞ্চলিক ব্যবস্থাপক শেরপুর শাখার মো. জুয়েল হোসেন, শাখা ব্যবস্থাপক মো. হেলাল আহমেদ, ধুনট সহকারি শাখা ব্যবস্থাপক মোছাঃ মোর্শেদা হক মুকুট (মনি),শেরপুর শহর যুবলীগের সভাপতি মো. ফেরদৌস জামান সরকার ( মুকুল), মো. শামসুল আলম পান্না প্রমূখ।
উল্লেখ্য কর্মসূচির অংশ হিসেবে শেরপুর শহরের শেফালী হিজড়াকে দোকানঘর ও আঃ রাজ্জাক হিজড়াকে তিনটি ছাগল অনুদান প্রদান করা হয়।