মহাস্থানগড়ের সবজির বাজার জমজমাট
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ঐতিহ্যবাহী মহাস্থানগড়ে শীতকালীন সবজির কাঁচা বাজার জমে উঠেছে। চলতি বছরের সপ্তাহের শনিবার ও বুধবার হাট ছাড়াও প্রতিদিন বগুড়ার সদর,শিবগঞ্জ,সোনাতলা, গাবতলী, কাহালু, তেলাল ও কালাই সহ বিভিন্ন অঞ্চলের কৃষকগণ তাদের উৎপাদিত সবজি বিক্রি করতে আসেন। মঙ্গলবার (০৫ নভেম্বর) মহাস্থানগড় বাজার ঘুরে দেখাযায় মহাস্থান মাঠের বিশাল অংশজুড়ে সাজিয়ে রাখা হয়েছে ফুলকপি ও বাঁধাকপি। একপাশে ডাটা আর অন্য পাশে শোভা পাচ্ছে সারিসারি বাঁধাকপি।
ভ্যানবোঝাই মুলাগুলো যেন নজর কাড়ছিল।স্তুপ থেকে ঝাঁঝ ছড়াচ্ছিলো পেঁয়াজ ও কাঁচা মরিচের লাল ও সবুজ রংয়ের বেগুনের তো গুণেরই শেষ নেই। করলা,পেঁপে, লাউ শোভা পাচ্ছিলো গাঢ় সবুজে। তরতাজা এসব সবজির গায়ে তখনও লেগেছিল শিশিরকণা। সবজিগুলো রাত থেকে তুলে সরাসরি বিক্রি করতে বাজারে নিয়ে এসেছে কৃষক। ভোর থেকে তাদের এই বিক্রির আয়োজন চলে। রাত থেকে সবজি তোলার পর ভটভটি, ভ্যান, রিকশা, বাইসাইকেল সহ বিভিন্ন মাধ্যমে সকাল ৭টার মধ্যেই কৃষকরা সবজি নিয়ে এই বাজারে হাজির হয়।বাজারে পা রাখা মাত্র স্থানীয় সহ দেশের নানা প্রান্তর থেকে আসা পাইকাররা ঘিরে ধরে কৃষকদের। যে যার মতো সবজি নিয়ে বাজারের নির্ধারিত স্থানে গিয়ে অবস্থান নেন। পরে পাইকাররা দরদাম কষে সবজি কিনতে শুরু করেন। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় এখানে কৃষক ও ব্যবসায়ীদের সমাগম ঘটে প্রচুর।