শেরপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
ষ্টাফ রির্পোটার: উন্নত স্যানিটেশন নিশ্চিত করি,করোনা ভাইরাস মুক্ত জীবন গড়ি এই শ্লোগান নিয়ে বগুড়ার শেরপুরে জাতীয় স্যানিটেশন মাস এবং বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ১৫ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিয়াকত আলী সেখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মজিবর রহমান মজনু। উপজেলা উপ সহকারী জনস্থাস্থ্য প্রকৌশলী মোঃ শাহাবুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, সীমাবাড়ী ইউপি চেয়ারম্যান গৌরদাস রায় চৌধুরী, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডঃ মোঃ আমির হামজা, উপজেলা শিক্ষা অফিসার মোছাঃ মিনা খাতুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুবীর কুমার পাল প্রমুখ।