শেরপুরে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
ষ্টাফ রির্পোটার: সবাইকে নিয়ে একসাথে বিকশিত হোন,শরীরের যতœ নিন, সুস্থ্য থাকুন, আমাদের কর্ম আমাদের ভবিষ্যৎ এ প্রতিপাদ্য সামনে রেখে বগুড়ার শেরপুর উপজেলা প্রশাসন,কৃষি সম্প্রসারণ ও খাদ্য অধিদপ্তরের আয়োজনে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (১৬অক্টোবর) শুক্রবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী সেখের সভাপতিত্বে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্যরাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ¦ শাহজামাল সিরাজী, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ মুন্সী সাইফুল বারী ডাবলু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা: শারমিন আক্তার, উপজেলা খাদ্যনিয়ন্ত্রক সেকেন্দার রবিউল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা রুবেল আমিন, খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার আব্দুর রশিদ,মাও: রুহুল আমিন প্রমূখ।