রাজনীতি
বিএনপি ছাড়লেন মোরশেদ খান
শেরপুর ডেস্ক: বিএনপি ছাড়লেন দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান। মঙ্গলবার (৫ অক্টোবর) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাধ্যমে চেয়ারপারসন বরাবর পদত্যাগপত্র দিয়েছেন। পদত্যাগপত্রে শুধু ভাইস চেয়ারম্যান পদই নয়, প্রাথমিক সদস্যপদ থেকেও নাম প্রত্যাহারের বিষয় উল্লেখ করেছেন।
পদত্যাগের পেছনে ‘নেহাত ব্যক্তিগত’ কারণের কথা উল্লেখ করলেও এর পেছনে হতাশা ােভ আর অভিমানও কাজ করেছে বলে মনে করছেন ঘনিষ্টজনরা। তাদের মতে, শুধু ব্যক্তিগত কারণ নয়, চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে দলে অবজ্ঞা, মনোনয়ন বঞ্চনা সহ চট্টগ্রাম ও কেন্দ্রীয় রাজনীতিতে কোণঠাসা করে রাখার বিষয়ও আছে।
এসব কারণেই মূলত চট্টগ্রাম বিএনপির জনপ্রিয় নেতা এম মোরশেদ খান দল ছাড়তে বাধ্য হয়েছেন। তবে তিনি দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।