এক রশিতে প্রেমিক-প্রেমিকার লাশ
শেরপুর ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতীতে পরকীয়া প্রেমিক-প্রেমিকার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের রাজাফৈর গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। তারা হলেন ওই গ্রামের শাজাহান (৪২) এবং একই গ্রামের দানেজের স্ত্রী আলেয়া বেগম (৩৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, আলেয়া তার স্বামী দানেজের সঙ্গে বসবাস করতেন। দানেজের বাড়িতে প্রায়ই যাতায়াত করতেন শাজাহান। একপর্যায়ের তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দেড় মাস আগে আলেয়া ও শাহাজাহন এলাকা থেকে পালিয়ে যান। দীর্ঘদিন উধাও থেকে গত বুধবার শাজাহান ও আলেয়া গ্রামে ফিরে আসেন।
বৃহস্পতিবার ওই গ্রামের আমজাদ ও কাশেমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিসে সমাধান হওয়ার কথা ছিল। তবে বৃহস্পতিবার রাতে ওই গ্রামের কয়েকজন যুবক তাদের গালিগালাজ ও চড়-থাপ্পড় মারেন। শুক্রবার সকালে আলেয়ার স্বামী দানেজের গোয়াল ঘর থেকে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। শাজাহানের দুই সন্তান ও আলেয়ার ১১ বছরের এক সন্তান রয়েছে।