দেশের খবর

জনপ্রশাসনে ভিন্নভাবে শুদ্ধি অভিযান শুরু হচ্ছে

Spread the love

শেরপুর ডেস্ক: ভিন্নভাবে শুদ্ধি অভিযান শুরু হচ্ছে জনপ্রশাসনে। শীর্ষ পর্যায়ের কর্মকর্তা থেকে শুরু করে মাঠ প্রশাসন পর্যন্ত এই অভিযান চলবে। এর প্রাথমিক কার্যক্রম হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন এবং সচিব মো. ফয়েজ আহমেদ অতি গোপনে প্রতি রাতে কর্মকর্তা ও কর্মচারীর তালিকা যাচাই বাছাই করছেন। যারা এখন বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত, আগে তাদের বিষয়ে অনুসন্ধান করে তালিকা চূড়ান্ত করা হবে। তালিকা চূড়ান্ত করার েেত্র সততা, দতা ও যোগ্যতাকে প্রাধান্য দেওয়া হচ্ছে।
বুধবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রশাসন থেকে অসৎ, অযোগ্য, অদ এমনকি অতি দলবাজদের বিষয়ে প্রশাসনিক আইনানুগ সিদ্ধান্ত জারি করা হবে। প্রশাসনের কোনো স্তরে সততা নিয়ে প্রশ্ন রয়েছে এমন কেউ থাকতে পারবেন না। এটি নিশ্চিত করেই দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে সুশাসন কায়েম করা হবে। সুশাসন ছাড়া কাঙ্তি জনসেবা নিশ্চিত করা সম্ভব নয়।
তিনি বলেন, একজন একজন করে কর্মকর্তা-কর্মচারীর ব্যক্তিগত তথ্য বিশ্লেষণ করা, তার আচরণ, কর্মেেত্র গ্রহণযোগ্যতা, সততা-দতা মূল্যায়ন করা হচ্ছে। এসব কার্যক্রম শেষ হলে ব্যবস্থা নেওয়া শুরু হবে। তিনি আরো বলেন, এখনো কেউ অন্যায় করলে বা অসততা প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর্থিকভাবে সন্দেহভাজন হলেও তাকে মা করা হবে না। কে কার আত্মীয়, কোন অঞ্চলে জন্ম, ছাত্রজীবনে কোন বিশ্ববিদ্যালয়ে কে পড়েছেন এসব কোনো কিছুই বিবেচনায় স্থান পাবে না। যত উঁচুতেই তার অবস্থান হোক না কেন, অসৎ ব্যক্তির অবস্থান প্রশাসনে হবে না। এটি সরকারের জন্য চ্যলেঞ্জ, এতে বিজয়ী হওয়ার কোনো বিকল্প নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close