জেলার খবর

বগুড়ায় ডিবির পৃথক দুটি অভিযানে মাদক সহ ৩ জন আটক

Spread the love

বগুড়া প্রতিনিধি: বগুড়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একই টিমের মঙ্গলবার বিকেলে ও রাতে পরিচালিত দুটি পৃথক মাদকবিরোধী অভিযানে সদরের নুনগোলা হাট এলাকা এবং শিবগঞ্জের গামড়া এলাকা হতে ২’শ পিচ ইয়াবা এবং ৯০ বোতল ফেন্সিডিল সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ইয়াবাসহ গ্রেফতারকৃতরা হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার দণি বিলহামলা এলাকার মৃত: জমির উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৩২) এবং একই উপজেলার দণি ছাতরা এলাকার মৃত: আব্দুল জলিলের মেয়ে রাজেনা বেগম (২৮)। ডিবির জালে ফেন্সিডিল সহ গ্রেফতারকৃত অপর আরেক আসামী হলেন বগুড়া শিবগঞ্জের গামড়া এলাকার আব্দুল হাই এর ছেলে কে.এম মাসুদ পারভেজ (৩০)।
জেলা গোয়েন্দা শাখার ওসি আছলাম আলী পিপিএম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ইতিমধ্যে বগুড়া সদর ও শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা হয়েছে। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে বিভিন্ন কৌশলে ব্যবসা পরিচালনা করে আসছিল বলে জানান এই কর্মকর্তা। এদিকে চলমান মাদকবিরোধী অভিযান প্রসঙ্গে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সনাতন চক্রবর্তী জানান, জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) এর নেতৃত্বে মাদকের শিকড় উপড়ে না ফেলা পর্যন্ত বগুড়ায় এই অভিযান চলমান থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close