শেরপুরে দুদুকের মহাপরিচালকের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ষ্টাফ রির্পোটার: দুর্নীতি দমন কমিশন (দুদক) এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সারোয়ার মাহমুদ বৃহস্পতিবার বিকালে বগুড়ার শেরপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিয়াকত আলী সেখ, অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট) সার্কেল গাজিউর রহমান, এসিল্যান্ড মোঃ আরাফাত হোসেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান আলহাজ্ব শাহজামাল সিরাজী, শেরপুর থানার অফিসার-ইন চার্জ হুমায়ুন কবীর, শেরপুর উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নিমাই ঘোষ এবং সম্পাদক আব্দুস সাত্তার,মাহবুবুল আলম হিরু,সাংবাদিক আইয়ুব আলী সহ অন্যান্য সদস্যগণ। এ সময় প্রধান অতিথি দুর্নীতি দমনে সকলকে এক যোগে কাজ করার আহবান জানিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করছেন, আমাদেরকেও দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে হবে। তিনি আরো বলেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিকে আগের তুলনায় বেশি সক্রিয় হতে হবে, দূর্নীতি দমন কমিশন থেকে প্রাপ্ত নির্দেশনা প্রতিপালন করতে হবে। এর আগে মহাপরিচালক ধনকুণ্ঠি শাহনাজ-সিরাজ উচ্চ বিদ্যালয়ে স্থাপিত সততা স্টোর পরিদর্শন করেন এবং শিার্থী/শিকদের সাথে মতবিনিময় করেন। এছাড়াও, শেরপুর উপজেলা সদর মডেল সঃ প্রাইমারী স্কুলে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং স্কুলের নিজস্ব অর্থায়নে স্থাপিত সততা স্টোর সরেজমিন পরিদর্শন করে এধরণের উদ্যোগকে স্বাগত জানান।