দেশের খবর

মইন উদ্দীন খান বাদল এমপি আর নেই

Spread the love

শেরপুর ডেস্ক: চট্টগ্রাম ৮ (চাঁদগাও-বোয়ালখালী) আসনের তিনবার নির্বাচিত সংসদ সদস্য ও জাসদ নেতা মইন উদ্দীন খান বাদল আর নেই (ইন্না লিল্লাহি … রাজিউন)। বৃহস্পতিবার ভোরে ভারতের ব্যাঙ্গালুর নারায়ণ হৃদরোগ রিচার্স ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিলো ৬৭ বছর। মইন উদ্দীন খান বাদলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, ২ বছর আগে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে মঈন উদ্দীন খান বাদল গুরুতর অসুস্থ ছিলেন। পাশাপাশি তার হৃদরোগের সমস্যাও ছিল। গত ১৮ অক্টোবর নিয়মিত চেকআপের জন্য নারায়ণ হৃদরোগ ইনস্টিটিউটে নেয়া হলে চিকিৎসকের পরামর্শে সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি।
মইন উদ্দীন খান বাদল ১৯৫২ সালের ২১ ফেব্রæয়ারি জন্মগ্রহণ করেন। তিনি জাসদের একাংশের কার্যকরী সভাপতি ছিলেন। তিনি ২০০৮ সালে চট্টগ্রাম-৭ আসন ও ২০১৪ ও ২০১৮ সালে চট্টগ্রাম-৮ এর সাংসদ হিসেবে নির্বাচিত হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
Close