শেরপুরে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে আমন ধানের ধানের চারা বিতরণ
ষ্টাফ রির্পোটার : বগুড়ার শেরপুরে বন্যায় ক্ষতিগ্রস্থ প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণ করা হয়েছে। রোববার বিকালে উপজেলার খানপুর ও খামারকান্দি ইউনিয়নে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে কৃষি পুর্নবাসন কর্মসূচির আওতায় বন্যায় ক্ষতিগ্রস্থ ৬০৬ জন প্রান্তিক কৃষকের মাঝে এই চারা বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে চারা বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মজিবর রহমান মজনু বলেন, ‘বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে বদ্ধপরিকর। তাই কৃষকদের প্রণোদনা দেয়া হচ্ছে। দেশে সম্প্রতি হয়ে যাওয়া বন্যায় কৃষি সেক্টরে ব্যাপক ক্ষতি হয়েছে। সেই ক্ষতি কাটিয়ে উঠতে বিনামূল্যে কৃষকদের মাঝে আমন ধানের চারা বিতরণ করা হচ্ছে।’
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ এর সভাপতিত্বে কৃষকদের মাঝে বিনামূল্যে চারা বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ শাহজামাল সিরাজী, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা বেগম, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক ও দৈনিক সংবাদের প্রতিনিধি আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, উপজেলা কৃষি কর্মকর্তা সারমিন আক্তার,আওয়ামী লীগ নেতা আলহাজ মকবুল হোসেন, সুলতান মাহমুদ, ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব। পরে প্রত্যেক প্রান্তিক কৃষককে এক বিঘা করে জমি চাষের উপযোগী আমন ধানের চারা বিতরণ করা হয়।