স্থানীয় খবর
শেরপুরে দুবলাগাড়ী পরিবহন শ্রমিক সমবায় সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ষ্টাফ রির্পোটার: বগুড়ার শেরপুরের দুবলাগাড়ী পরিবহন শ্রমিক সমবায় সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা ৭ নভেম্বর সকাল ১০ টায় দুবলাগাড়ী চারমাথা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সমিতির সভাপতি আব্দুল বারীক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জানে আলম খোকা। হোসেন আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আরিফুর রহমান মিলন, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি। এছাড়াও উপস্থিত ছিলেন, দুবলাগাড়ী পরিবহন শ্রমিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক শাহ-আলম, পরিচালক জাহিদুল ইসলাম, আনোয়ার হোসেন প্রমুখ। এ সময় সদস্যদের মাঝে সঞ্চয়ের টাকা বিতরণ করা হয়।