জাতীয় সম্মেলনে আওয়ামী লীগের নেতৃত্বে বড় পরিবর্তন আসছে
শেরপুর ডেস্ক: মতাসীন দল আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। বর্তমান কমিটির অন্তত এক-তৃতীয়াংশ নেতা বাদ পড়তে পারেন। নিষ্ক্রিয়, বিতর্কিত নেতাদের বাদ দিয়ে তরুণ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের কমিটিতে স্থান দেওয়া হবে। এবারের সম্মেলনে দলের গঠনতন্ত্রে তেমন কোনো পরিবর্তন আসছে না। দলের সাধারণ সম্পাদক পদে পরিবর্তন আসছে কি না, তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক কৌতূহল থাকলেও আওয়ামী লীগ সভাপতি এ বিষয়ে এখনো দলের নেতাদের কাছে কোনো মনোভাব ব্যক্ত করেননি। আওয়ামী লীগের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
ওই নেতারা জানান, এবার সম্মেলনে আমন্ত্রণ জানানো হচ্ছে না বিদেশি অতিথিদের। সম্মেলনের বাজেটও গতবারের চেয়ে বড় হবে না।
নেতৃত্বে কী ধরনের পরিবর্তন আসতে পারে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ বলেন, ‘এবারের কাউন্সিলে উল্লেখযোগ্য সংখ্যক তরুণকে কেন্দ্রীয় কমিটিতে নেওয়া হবে। যোগ্যতাসম্পন্ন, পরিচ্ছন্ন ভাবমূর্তির মেধাবী তরুণরা কমিটিতে স্থান পাবেন।’
দলের সভাপতিমন্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘এবারের কমিটিতে অনেক নতুন মুখ আসবে। তরুণ প্রজন্মের মধ্য থেকে অনেককেই কমিটিতে স্থান দেওয়া হবে। আর সাধারণ সম্পাদক পদে পরিবর্তন আসবে কি না, এটা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সিদ্ধান্ত নেবেন। এ বিষয়ে আমরা এখনো কিছু জানি না।’