কলকাতায় প্রিয়াংকার ‘বাজিমাত’
শেরপুর ডেস্ক: ভারতের কলকাতায় জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল ‘বঙ্গ মোহিনী-২০১৯’ আন্তর্জাতিক নৃত্য উৎসব। সম্প্রতি কলকাতার আইসিসিআর সত্যজিৎ রায় অডিটরিয়ামে ওই নৃত্য উৎসব হয়। এই উৎসবে ভারতের বিভিন্ন নৃত্য শিল্পীদের পাশাপাশি অংশ নেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রী প্রিয়াংকা সরকার। ‘ভরত নাট্যম’র ওপর বিশেষ পারফর্ম করে এই উৎসবেই দর্শকদের মন জয় করে নেন তিনি।
কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে সদ্য উচ্চতর ডিগ্রি নিয়ে বাংলাদেশে ফেরা প্রিয়াংকা এমন অনুষ্ঠানে পারফর্ম করতে পেরে বেশ উচ্ছাস প্রকাশ করেন।
কলকাতার তাথৈ ড্যান্স একাডেমি আয়োজিত দুই দিনব্যাপী ইন্টারন্যাশনাল মেগা ড্যান্স অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যালের এই আয়োজনে ‘ভরত নাট্যম’ নৃত্য শিল্পী হিসেবে বাংলাদেশ থেকে তিনিই ছিলেন। এই উৎসবে প্রিয়াংকার পাশাপাশি ভারতের নয়াদিল্লি, বিহার ও অন্য অনেক রাজ্যের প্রতিযোগী বিভিন্ন শাখায় পারফর্ম করেন।
কলকাতার এই উৎসবে দারুণ পারফর্ম করার জন্য প্রিয়াংকাকে দেওয়া হয় ‘বঙ্গ মোহিনী সম্মাননা’। কলকাতা থেকে মোবাইল ফোনে সম্মাননার বিষয়টি জানান তিনি নিজেই।
অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে প্রিয়াংকা বলেন, ‘কলকাতার মঞ্চে হাজারো দর্শকের সামনে বাংলাদেশের হয়ে পারপর্ম করাটা অনেক সম্মানের। বিভিন্ন নৃত্য শিল্পীদের মাঝে “ভরত নাট্যম” দিয়ে নিজেকে আলাদা করার অভিজ্ঞতা নিতান্তই একটা চ্যালেঞ্জ।’