জেলার খবর
নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় ধান ব্যবসায়ী আহত
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় ধান ব্যবসায়ী আহত হয়েছে। জানা গেছে, ৭ নভেম্বর সকাল সাড়ে ১০টায় নাটোরের সিংড়া উপজেলার হাঁসপুকুরিয়া গামের আজাহার আলীর ছেলে আক্কাস আলী (৪৫) মোটরসাইকেল নিয়ে সিংড়া থেকে রণবাঘা ফেরার পথে বগুড়া-নাটোর মহাসড়কের মধুরাপুরের মাথা সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনা কবলিত হয়। এরপর তাকে দ্রæত উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এদিকে কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ ট্রাকটি আটক করে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আক্কাস আলীকে ভর্তি করার পর তার অবস্থার অবনতি ঘটলে ঢাকায় প্রেরণ করা হয়। কুন্দারহাট হাইওয়ে থানার ইনচার্জ জাহেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, আহত আক্কাস আলীর অবস্থা আশংকাজনক। তাই তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।